পুরুলিয়ার রঘুনাথপুরে বজ্রাঘাতে চার গবাদি পশুর প্রাণ গেল, আহত ৩ গ্রামবাসী

সাথী দাস, পুরুলিয়া, ৭ জুন: বজ্রপাতে আহত হলেন তিন গ্রামবাসী। মৃত্যু হল চারটি গবাদি পশুর। আজ বিকেলে ঘটনাটি ঘটে পুরুলিয়ার রঘুনাথপুর থানার ফুলবেড়িয়া গ্রামে। এদিন বিকেলে প্রচণ্ড বৃষ্টির সঙ্গে সশব্দে বাজ পড়তে শুরু করে ওই এলাকায়। সেই সময় গ্রামের একটি গাছের কাছে বাজ পড়ে। পাশে অন্য গাছে কিছু গবাদি পশু বাঁধা ছিল। বজ্রাঘাতে তিনটি মোষ ও একটি গরুর মৃত্যু হয়।

বজ্রের তীব্রতা এতটাই ছিল যে কাছাকাছি বাড়িতে থাকা গ্রামবাসীরা অচৈতন্য হয়ে পড়েন। তাঁদের উদ্ধার করে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। তাঁদের অবস্থা স্থীতিশীল বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here