
আশিস মণ্ডল, রামপুরহাট, ২২ ফেব্রুয়ারি: বোমাকে বল ভেবে খেলতে গিয়ে জখম হল চার শিশু। দুই শিশুর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাটি ঘটেছে বীরভূমের মল্লারপুর থানার খরাসিনপুর গ্রামে। আহত শিশুদের নাম ইন্নাল শেখ (৮), রিহান শেখ (৫), আরমান শেখ (৭) ও সুহান শেখ (৮)। মহম্মদ ও ইমরান দুই ভাই।
জানা গিয়েছে, তিন শিশু বুধবার বিকেলে গ্রামের মাঠে খেলা করছিল। পাশেই একটি পিচবোর্ডের কার্টুনের দোকান। খেলতে খেলতে একটি প্যাকেটের মধ্যে বলের মতো কিছু একটা দেখতে পায় তারা। সে গুলোকে বল ভেবে হাত দিতেই বিস্ফোরণ ঘটে। রক্তাক্ত অবস্থায় তিনজনকে প্রথমে মল্লারপুর ব্লক হাসপাতাল ও পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুই শিশুর বাবা সাদরুল শেখ বলেন, “আমি কাজে বাইরে ছিলাম। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। কিভাবে ওই জায়গায় বোমা এলো বুঝতে পারছি না”।
দুই শিশুর মা আজমিরা বিবি বলেন, “ছেলেরা মাঠে খেলছিল। হঠাৎ বিস্ফোরণের শব্দ পেয়ে বাড়ি থেকে ছুটে যায়। তখন দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। মল্লারপুর হাসপাতাল থেকে ছেলের রামপুরহাটে পাঠিয়েছে। কারা বোমা রেখেছিল বলতে পারব না। তবে এখনও দুটো বোমা ঘটনাস্থলে পরে রয়েছে”।
বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, “এই মুহূর্তে বীরভূমের দায়িত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দায়িত্ব নেওয়ার পর মাড়গ্রামে গ্রামে দুটি খুন হল। আবার বোমা ফেটে চার শিশু জখম হল। মুখ্যমন্ত্রী যদি একটি জেলাকেই শান্তিতে রাখতে না পারেন তাহলে সারা রাজ্যের মানুষের চৌকিদার হবেন কিভাবে? অবিলম্বে সমস্ত দায় স্বীকার করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা উচিত।