জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ জুলাই: ওড়িশার কন্ধামাল জেলার টুমুডিবান্ধা এলাকার শিরলা জঙ্গলে মাওবাদীদের সঙ্গে পুলিশের গুলি যুদ্ধে চারজন মাওবাদের মৃত্যু হয়েছে।
কন্ধামাল জেলার পুলিশ সুপার প্রতীক সিংহ জানিয়েছেন, মৃত মাওবাদিরা ওড়িশা রাজ্যের বিজিএন বিভাগের মাওবাদী সংগঠনের সদস্য। শিরলা জঙ্গলে তাদের একটি ক্যাম্প করার খবর ছিল পুলিশের কাছে। সেইমতো আজ ভোর চারটা নাগাদ ডিভিএফ এবং এসওজি জওয়ানরা ওই জঙ্গলে অভিযান চালায়। জওয়ানদের এই দুটি গ্রুপ দুদিক থেকে মাওবাদীদের ক্যাম্পের উপর গুলি চালাতে শুরু করে। এরফলে চারজন মাওবাদি সদস্য জওয়ানদের বুলেটে ঝাঁঝরা হয়ে যায় এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পুলিশ সুপার জানিয়েছেন, মাওবাদীদের ক্যাম্প থেকে বেশ কিছু সংখ্যক স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। মাওবাদি গ্রুপের অন্যান্য সদস্যদের খোঁজে ওই জঙ্গল এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে জওয়ানরা।