সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ মে: কর্মী সেজে অভিনব কায়দায় সরকারি জল প্রকল্পের পাইপ চুরির ঘটনায় চার দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার আকাইপুরের ১৬ নম্বর রেল গেটর ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শারুক আহমেদ মন্ডল, নদীয়ার চাকদা থানার শিবপুর গ্রামের বাসিন্দা। সুব্রত সরকার, গোপালনগর থানার ফুলবাড়ি গ্রামের বাসিন্দা। বিধান মুন্ডা এবং অনুপম বিশ্বাস, বাগোপালনগরের চাটনি গ্রামে। চুরি যাওয়া জলের পাইপের কিছু অংশ উদ্ধার হয়েছে। আটক করা হয়েছে একটি ট্রাক এবং একটি স্করপিও গাড়ি।
পুলিশ সূত্রের খবর, গোপালনগর থানার কামদেবপুর এলাকায় রাজ্য সরকারের একটি জল প্রকল্প নির্মাণের কাজ চলছে। সেই প্রকল্পে ব্যবহারের জন্য প্রকল্প এলাকায় এনে রাখা হয়েছিল প্রচুর নামী দামী জলের পাইপ। সেই পাইপ একের পর এক চুরি যাচ্ছিল। চুরি যাওয়ার বিষয়টি গোপালনগর থানায় নথিভুক্ত করার পর পুলিশ তদন্তে নামে। সোমবার গভীর রাতে দুষ্কৃতীরা ফের চুরি করতে এলে দুটি গাড়ি সহ চার দুষ্কৃতীকে গ্রেফতার করে। পুলিশের জেরায় তারা চুরির ঘটনা স্বীকার করে। দুষ্কৃতীদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, সাধারণ মানুষ যাতে তাদের উপর কোনও সন্দেহ না করে, তারজন্য তারা রাতের বেলাতেই এই চুরির করত। তারা প্রকল্পের কর্মী সেজে পাইপগুলি ট্রাক বোঝাই করে অন্যত্র নিয়ে চলে যেত। আর এভাবেই ওই জল প্রকল্পের কাজে ব্যবহারের জন্য আনা নামী দামী পাইপগুলির মধ্যে প্রায় ৮০টি জলের পাইপ চুরি যায়। আগেই প্রকল্পের আধিকারিকরা বিষয়টি জানতে পেরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন।
ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করে বাকি চুরি যাওয়া পাইপগুলিও উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই চুরির ঘটনায় আরও দুষ্কৃতী জড়িত আছে বলে মনে করছে পুলিশ। সে ব্যাপারেও সন্ধান চালানো হচ্ছে। মঙ্গলবার ধৃতদের বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।