দুর্ঘটনায় তমলুকের এক পরিবারের চারজনের মৃত্যু লখনৌতে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ মার্চ: লখনৌতে বেড়াতে গিয়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হল তমলুকের একই পরিবারের চারজনের। সঙ্গে মারা গেছে গাড়ির ড্রাইভার। পরিবারের সবার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
তমলুকের ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের কর্মী ছিলেন শ্রীকান্ত মাইতি। তিনি স্ত্রী কবিতা মাইতিকে সঙ্গে নিয়ে দিল্লিতে মেয়ের কাছে যান বেড়াতে। দিল্লি থেকে মেয়ে অনন্যা বিশ্বাস ও জামাই অরিজিৎ বিশ্বাসের সঙ্গে একটি প্রাইভেট গাড়িতে করে লখনৌ গিয়েছিলেন বেড়াতে। লখনৌ থেকে ফেরার সময় গতকাল রাতে দুর্ঘটনায় মারা যান চারজন। গাড়ির ড্রাইভারও মারা গিয়েছে।

তমলুকের সরকারি আবাসনে থাকতেন শ্রীকান্ত মাইতি। দুর্ঘটনার খবর আসে পরিবারের অন্যদের কাছে। তারপরেই এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মৃতদেহগুলি বর্তমানে লখনৌ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। দেহ বাড়িতে আনতে পরিবারের সদস্যরা আজ বিকেলে লখনৌর উদ্দেশে রওনা হয়ে গিয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here