ঝড়খালিতে ডাকাতির আগেই ধৃত চার ডাকাত

আমাদের ভারত, দক্ষিণ, ২৪ পরগণা, ২৬ ফেব্রুয়ারি: ডাকাতির আগেই চার ডাকাতকে ধরে ফেলল পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চারটি আগ্নেয়াস্ত্র ও দশ রাউন্ড গুলি। মঙ্গলবার রাত বারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার ঝড়খালি কোস্টাল থানা এলাকার খেয়াঘাটে।

পুলিশ সূত্রে খবর, ঝড়খালি বাজার ও আশপাশের এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড় হয়েছিল এই ডাকাত দলটি। গোপনসূত্রে সেই খবর পেয়েই বারুইপুর পুলিশ জেলার স্পেশাল অপারেশান গ্রুপ ও ঝড়খালি কোস্টাল থানার পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। যদিও ঐ ডাকাত দলে থাকা আরও চার পাঁচজন ডাকাত পালিয়ে যায়। ধৃতদের নাম সালাম সর্দার, আবদুল্লা সর্দার, মোবারক অস্তাগার ও আমিরুল সর্দার। ধৃতরা সকলেই বাসন্তী থানার উত্তর ভাঙনখালি গ্রামের বাসিন্দা। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বুধবার আলিপুর আদালতে তোলা হবে ধৃতদের।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here