ঝড়ে বিপর্যস্ত ময়না থানার চারটি গ্রাম, বহু মানুষ খোলা আকাশের নীচে

আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: গতকাল বিকেলের ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে ময়না থানার হরিদাসপুর, পরমানন্দপুর, জায়গিরচক ও মুদিবাড় গ্রাম। ভেঙ্গেছে ঘরবাড়ি ও দোকানঘর। উপড়ে পড়েছে গাছপালা, ভেঙ্গে পড়েছে বিদ্যুতের খুঁটি। বিপর্যস্ত অবস্থা গ্রামগুলির।

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল কিন্তু সাবধান হওয়ার আগে ঝড়ে ভেঙ্গে চুরে একাকার করে দিয়ে গেছে সবকিছু। মাথার ছাদ হারিয়ে সর্বশান্ত বহু মানুষজন। পূর্ব মেদিনীপুরের ময়না থানার ক্ষতিগ্রস্ত চারটি গ্রামের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হরিদাসপুর গ্রামে। হরিদাসপুর গ্রামে চন্ডিয়া নদীর ধারে থাকা বেশ কিছু দোকান সহ কিছু বাড়িও ভেঙ্গেছে এই ঝড়ের দাপটে। বড় বড় গাছ উপড়ে পড়েছে, পাকা বাড়ির বেশকিছু অংশ ভেঙ্গে গেছে। বেশ কিছু বিদ্যুতের খুঁটি ভেঙ্গে তার ছিঁড়ে বহু এলাকা বিদ্যুতহীন। বহু কাঁচা বাড়ি একদম ভেঙ্গে গেছে। টালি ও এ্যাসবেসটাসের চাল উড়ে গেছে বেশ কিছু বাড়ির।

বহু মানুষ এখন খোলা আকাশের নিচে। ঘরবাড়ি ভেঙ্গে পড়ে আহত হয়েছেন কয়েকজন। আহতদের ময়না স্বাস্থ্যকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করতে পারেনি প্রশাস। পরিস্থিতি সরেজমিনে দেখতে আজ বিডি অফিস থেকে প্রতিনিধিদল এলাকায় যাচ্ছেন। ক্ষতিগ্রস্ত মানুষজন তাকিয়ে আছে সরকারি সাহায্যের দিকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here