
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২৬ ফেব্রুয়ারি:
গ্রাম বাংলার বেকার যুবক যুবতীদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিতে এবার উদ্যোগী হল এক বেসরকারী সংস্থা। বুধবার রাজ্য সরকারের কারিগরি শিক্ষা দপ্তরের উদ্যোগে এবং ডালমিয়া গ্রুপের সহযোগিতায় সূচনা হল ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এদিন এই ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক রশ্মি কোমল। গ্রামে গঞ্জে পৌছে হাতে কলমে প্রশিক্ষণ দেবে এই ভ্রাম্যমান গাড়ি। এদিনের এই উদ্বোধন অনুষ্ঠানে জেলাশাসক ছাড়াও হাজির হন ডালমিয়া গ্রুপের কর্নধার মনোরঞ্জন সাহু, বিশাল ভরতদ্বাজ, জয়ন্ত ঘোষ প্রমুখ।
এই ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের পাশাপাশি এদিন একটি উতকর্ষ বাংলা কেন্দ্রেরও সূচনা হয়। যেখান থেকে বিনামুল্যে বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণ দেওয়া হবে।