
আমাদের ভারত,২৬ মার্চ:করোনা গ্রাস থেকে দেশকে রক্ষা করতে লকডাউনের ঘোষণা করেছে কেন্দ্র সরকার। কিন্তু এই লক ডাউনে অনেক গরিব মানুষের মাথায় হাত পড়েছে। কি খাবেন? কোথা থেকে টাকা আসবে তাদের? সেই কথা ভেবে একগুচ্ছ আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই প্যাকেজের মধ্যে গরীব ও মহিলাদের জন্য বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম উজ্জ্বলা প্রকল্পের আওতায় থাকা মহিলারা আগামী তিন মাস বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার পাবেন।
লকডাউন এর মধ্যে চরম আর্থিক সংকটে পড়তে চলেছে দেশের বড় অংশের মানুষ। সেই অবস্থা থেকে মানুষের চিন্তার ভার কিছুটা লাঘব করতে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকারও বেশি আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছে। তারমধ্যে নির্মালা জানিয়েছেন প্রতিটি গরিব পরিবারের হেঁসেলে রান্নার গ্যাস পৌঁছে দিতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প শুরু হয়েছিল। আর এই করোনা ভয়াবহ পরিস্থিতিতে উজ্জলা গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হল। অর্থমন্ত্রী বলেন, “যে মহিলারা উজ্জ্বলা যোজনা আওতায় আছেন তাদের আগামী তিন মাস বিনামূল্যে রান্নার গ্যাসের সিলিন্ডার দেওয়া হবে”।
আর এই সিদ্ধান্তের ফলে দরিদ্রসীমার নিচে থাকা ৮.৩ কোটি পরিবার উপকৃত হবে। অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ থাকুর বলেন, মহিলারা এই সুবিধা তো পাবেনই তার সঙ্গে অন্যান্য সুবিধা পাবে তাদের পরিবার। ৮০ কোটি মানুষকে আগামী তিন মাস ৫ কেজি করে আটা ও চাল বিনামূল্যে দেওয়া হবে। সঙ্গে দেওয়া হবে এক কেজি ডাল। ৮.৭ কটি কৃষককে অগ্রিম ২ হাজার টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি অধীনে। এপ্রিলের প্রথম সপ্তাহেই এই টাকা দেওয়া হবে। একইসঙ্গে চিকিৎসক , স্বাস্থ্যকর্মীদের জন্য ৫০লক্ষ টাকার বিমা ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।