কৃষকদের স্বার্থে শালবনিতে বিনা পয়সার হাট 

আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ মে: লকডাউনে দুঃস্থ মানুষদের সাহায্যে এ পর্যন্ত এগিয়ে এসেছে বিভিন্ন ব্যক্তি, স্বেচ্ছাসেবী সংগঠন, প্রশাসন এবং রাজনৈতিক দল। বৃহস্পতিবার এলাকার গরিব চাষিদের সমস্যার কথা ভেবে  শালবনি ব্লকের তারাশুলি গ্রামের শিক্ষিত যুবকরা বিনা পয়সার হাট বসিয়ে চাষিদের সমস্ত শাকসবজি কিনে নিয়ে গরিবদের মধ্যে বিলিয়ে দিলেন।

বিনা পয়সার হাটের উদ্যোক্তা অজিত মাহাতো, শেখর মাহাতো, সুমন মাহাতোরা জানান, লকডাউনে হাট-বাজার বন্ধ থাকায় গ্রামের চাষিরা তাদের উৎপাদিত শাকসবজি বিক্রি করতে পারছেন না। তাই তাদের পাশে দাঁড়াতে এই বিনা পয়সার হাট বসানোর উদ্যোগ নিয়েছি। এই সময় গরিব মানুষদের কাজকর্ম নেই। তাই চাষিদের কাছে ন্যায্য মূল্যে তাদের উৎপাদিত আনাজ পত্র কিনে নিয়ে এইসব রুজি-রোজগারহীন অসহায় মানুষদের মধ্যে বিলি করে দেওয়া হচ্ছে। তাতে উভয় শ্রেণির মানুষই উপকৃত হচ্ছেন৷ বৃহস্পতিবার প্রায় ২১৪টি পরিবারের হাতে কুমড়ো, পুঁই, করলা, ভেন্ডি, বরবটি, কুদরি ইত্যাদি মিলে প্রায় ছয় কুইন্টাল শাকসবজি বিতরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *