
আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুন: গরিব ও দুঃস্থ মানুষদের কথা ভেবে বৃহস্পতিবার ঝাড়গ্রাম শহর যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ঝাড়গ্রাম শহরের ঘোড়াধরাতে বসেছিল বিনামূল্যের সবজি বাজার। ৭ দিনের এই সবজি বাজারে বিনামূল্যে শাকসবজি তুলে দেওয়া হচ্ছে গরিব দুঃস্থ মানুষদের হাতে। বিতরণ করা হচ্ছে পেঁয়াজ, লঙ্কা সহ সব রকমের শাক সবজি। ঝাড়গ্রাম শহর যুব তৃণমূল কংগ্রেসের নেতা উজ্জ্বল পাত্রের নেতৃত্বে টানা সাত দিন ধরে বিনামূল্যে সবজি বাজারে শাকসবজি বিতরণের কর্মসূচি শুরু হয়েছে। বিনামূল্যে সবজি পেয়ে উপকৃত হচ্ছেন সাধারণ মানুষ।