“বাক স্বাধীনতার অর্থ প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা নয়”, বলল হাইকোর্ট

আমাদের ভারত, ১৮ জুলাই: সংবিধান অনুযায়ী আমাদের সকলের বাক স্বাধীনতা আছে। কিন্তু বাকস্বাধীনতা মানে এই নয় যে প্রধানমন্ত্রীকে গালিগালাজ করা যাবে। বাক স্বাধীনতার বিষয়ে এলাহাবাদ হাইকোর্ট একটি মামলার রায় দিতে গিয়ে এমনটাই বলছে।

এলাহাবাদ হাইকোর্ট বলেছে দেশের সংবিধানে বাক স্বাধীনতাকে মান্যতা দিলেও এর সাহায্যে প্রধানমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রীদের খারাপ কথা বলা যায় না। মমতাজ মনসুরের মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার বিপক্ষে রায় দিয়েছে হাইকোর্ট।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করার জন্য মমতাজ মনসুরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। তার বিরুদ্ধে মমতাজ হাইকোর্টের দ্বারস্থ হন। সেই আবেদন খারিজ করেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই বেঞ্চে ছিলেন বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র ও বিচারপতি রাজেন্দ্র কুমার।

২০২০ সালে দায়ের করা এফআইআরে বলা হয় মোদী এবং অন্যান্য মন্ত্রীদের বিরুদ্ধে খারাপ কথা বলেন মানসুর। তার বিরুদ্ধে আইপিসি ৫০৬ ধারায় অভিযোগ করা হয়েছে। একইসঙ্গে আইটি আইনের ৬৭ নম্বর ধারাতেও তার বিরুদ্ধে অভিযোগ করা হয়। এই ঘটনার পরই তার বিরুদ্ধে পীরগঞ্জ থানায় ফৌজদারি অভিযোগ করা হয়। সেই এফআইআরের বিরুদ্ধেই কোর্টের দ্বারস্থ হন মনসুর। কিন্তু কোর্ট তার বিরুদ্ধেই রায় দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *