অবাক কান্ড! লকডাউনে বরাবাজারে রাস্তার পাশে পড়ে টাটকা সবজি

সাথী প্রামাণিক, পুরুলিয়া, ২৮ মার্চ: এ যেন এক ব্যতিক্রমী ঘটনা। ন্যায্য দামে বিক্রি না হওয়ায় সবজি রাস্তায় ফেলে দিলেন হতাশ কৃষকরা। লাউ, শশা সহ মরসুমি সবজি এভাবেই রাস্তায় ফেলছেন তাঁরা। পুরুলিয়ার বেশকিছু গ্রামে এখনই দৃশ্য দেখা যাচ্ছে।  লক ডাউনের জেরে পাইকারি ব্যবসায়ীরা কৃষকদের কাছ থেকে এখন আর মাঠ থেকে সবজি নিচ্ছেন না। এই অবস্থায় মাঠে পড়ে থাকা সবজি নিজেদের উদ্যোগেই গাড়ি ভাড়া করে বাজারে নিয়ে গিয়েও দাম পাচ্ছেন না কৃষকরা বলে অভিযোগ। শুক্রবার শনিবার বরাবাজারের শাঁখারী মোড়ের কাছে এরকমই ফুলকপি, বাঁধাকপি, শসা, লাউ প্রভৃতি সবজি রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। পাইকারি ব্যবসায়ী ও আড়তদারের কাছ থেকে ন্যায্য দাম না পাওয়াতে হতাশ কৃষকরা রাস্তার পাশে এভাবে জড়ো করে রেখেছেন তাদের কষ্টার্জিত সবজি। দুর্দিনের বাজারে এ দৃশ্য প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করার দাবি রাখছেন ক্ষতির মুখে থাকা কৃষকরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here