
আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ জুলাই: বন্ধুর বাড়িতে গিয়ে রাতে একই সঙ্গে খাওয়া দাওয়া করে শুয়েছিল। সকালে তার পরিবারকে বন্ধু জানায় যে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা থানার মছলন্দপুর বেলেডাঙ্গা এলাকায়। মৃতের নাম সৌরভ সাহা।
ইচ্ছে ছিল একদিন সাংবাদিক হয়ে এলাকার সংবাদ সকলের সামনে তুলে ধরবে, সেইমতো সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করছিল সৌরভ। শেষ পর্যন্ত নিজেই সংবাদ হয়ে সকলের সামনে হাজির হল। গোবরডাঙ্গা থানার মসলন্দপুর বেলেডাঙ্গা গ্রামের বাসিন্দা শ্যামল সাহার একমাত্র ছেলে সৌরভ সাহার মৃত্যুর সংবাদ এল বুধবার সকালে। পড়াশোনার পাশাপাশি সৌরভ একটি মোবাইলের দোকানে কাজ করত এবং মোবাইলের যন্ত্রাংশ বিভিন্ন এলাকায় বিক্রি করত। মঙ্গলবার সকালে বাড়ি থেকে
বেড়িয়েছিল সৌরভ। রাতে বাড়ি ফেরেনি। তবে
জানাগেছে বাড়ির লোকের সঙ্গে রাতে একবার কথা হয়েছিল। গাইঘাটা থানার বেড়ি গোপালপুর হাই স্কুল মোড়ের কাছে রাজু নামে এক বন্ধুর বাড়িতে আছে।
আজ সকালে সেই বন্ধুর বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয়। মৃত্যু কারণ নিয়ে ধোঁয়াশা। পুলিশের অনুমান ব্যবসা কেন্দ্রীক কোনও ঘটনায় বন্ধুর হাতে বন্ধু খুন হতে পারে। রহস্য মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে গাইঘাটা থানা ও গোবরডাঙা থানার পুলিশ।