
আমাদের ভারত, হুগলী, ৩মে: ট্রেন বন্ধ, তাই জেলার মানুষের কথা মাথায় রেখে চালু হল বাস পরিষেবা। বাস পরিষেবা চালু হল হুগলীর সদর শহর চূঁচুড়া থেকে ধর্মতলা পর্যন্ত। লকডাউন শিথিল হওয়ায় খুলেছে অফিস, তিনমাস বাড়িতে বসে কাটানোর পর এবার রুটি রুজির তাগিদে ভয় উপেক্ষা করেই সামাজিক দুরত্ব বজায় রেখে কাজে যোগ দেওয়ার পালা। তাই সরকার নির্ধারিত নিয়ম মেনে বাসে চড়েই পৌছাতে হবে অফিসে। সেই কারনে দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চালু করল এই নতুন রুট।
আজ সকাল সাড়ে সাতটা এবং সাড়ে আটটায় দুটি বাস ছাড়ে। আপাতত এই দুটি বাস চূ্ঁচুড়া বাস স্টান্ড থেকে দিল্লি রোড দিয়ে চন্দননগর, শ্রীরামপুর হয়ে যাবে ধর্মতলা অবধি। আপাতত অনলাইনে বুক করা যাচ্ছে বাসের টিকিট। সংস্থার কিয়স্ক থেকেও কাটা যাবে টিকিট।
চূঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার দক্ষিণ বঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পর তাঁর উদ্যোগেই এই পরিষেবা চালু হল বলে জানান নিগমের এম ডি গোদালা কিরন কুমার। আজ সকালে দুটি বাস সময় মেনে চালু হল চূঁচুড়া থেকে। বিকাল সাড়ে চারটে এবং সাড়ে পাঁচটায় ধর্মতলা থেকে ফিরবে বাসদুটি। সামাজিক দূরত্ব মেনে শুধু মাত্র ৫৪ জনের সিটের টিকিটই বিক্রি করবে নিগম। আপাতত ভাড়া নুন্যতম দশ টাকা সর্বাধিক ৪০ টাকা। চাহিদা থাকলে পরবর্তীতে পরিষেবা আরও বাড়ানো হবে বলে আশ্বাস দেন কর্তৃপক্ষ।