সোমবার থেকে ফের স্বাভাবিক ছন্দে কলকাতা মেট্রো, বাড়ছে ট্রেন কমবে সময়

রাজেন রায়, কলকাতা, ১০ জুলাই: করোনা আতঙ্ক কাটিয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে কলকাতা মেট্রো। সোমবার থেকে কলকাতা মেট্রো পরিষেবা আরও ভালো ভাবে পাবেন যাত্রীরা। বেড়ে যাবে মেট্রোর সংখ্যা, তার সাথে সাথে সময়ের ব্যবধান কমতে চলেছে ট্রেনের। তবে সাধারণ যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা এখনই চালু হচ্ছে না তবে যারা বিশেষ বিশেষ কিছু পরিষেবার সঙ্গে যুক্ত তারা মেট্রো পরিষেবা ব্যবহার করতে পারবেন।

বর্তমানে এখন ৯০ টি মেট্রো চালানোর পরিকল্পনা নিয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে। কিন্তু আগামী সোমবার থেকে এই মেট্রো রেলওয়ের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়ে যাবে ১০৪। অর্থাৎ সর্ব মোট ৫২জোড়া মেট্রো চলবে কলকাতা মেট্রো থেকে। সকাল ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ৮মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। তারপর সাড়ে ১১টা থেকে ৩টে ১৫ মিনিট পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। আবারো ৩টে ১৫থেকে শুরু হবে মেট্রো পরিষেবা এবং চলবে সন্ধ্যা ৭ টা ১৫মিনিট পর্যন্ত।

আর কয়েক দিনের মধ্যে বাস পরিষেবা আবারও স্বাভাবিক হতে শুরু করবে। মেট্রো চলছে কিন্তু সাধারণ মানুষের জন্য নয়। যারা বিশেষ কিছু পরিষেবার সঙ্গে যুক্ত যেমন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক, ব্যাঙ্ক কর্মী, বিদ্যুৎ এবং পানীয় জলের কর্মী, আদালত কর্মী, টেলিকম পরিষেবা, দমকল, সংবাদমাধ্যম, বীমা, বিপর্যয় মোকাবিলা দপ্তর, হোম এবং সংশোধনাগার, এবং স্যানিটাইজেশন কর্মীরা বর্তমানে মেট্রো রেলে চলাচল করতে পারছেন। আপাতত যাতায়াতের জন্য ব্যবহার করতে হচ্ছে স্মার্ট কার্ড। করোনা সংক্রমণের কথা চিন্তা করে এখনই মেট্রো রেলওয়েতে টোকেন চালু করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *