
আমাদের ভারত, বালুরঘাট, ১৭ মার্চ: দিনের আলোতে প্রকাশ্যে কোটি টাকার জুয়া কুমারগঞ্জ ও কুশমন্ডিতে। ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। পুলিশ ও শাসক ঘনিষ্ঠদের যোগসাজশের অভিযোগ। তদন্তের আশ্বাস পুলিশ সুপারের। প্রশ্ন চিহ্নে পুলিশের ভূমিকা। বাসিন্দাদের অভিযোগ, শাসক দলের একাংশ নেতা এবং কিছু পুলিশের যোগসাজশে দিনের আলোতেই এমন কারবার চলছে দুই ব্লকের প্রত্যন্ত এলাকায়। বিগত কয়েক মাস ধরে এমন কারবার চললেও নিশ্চুপ পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগড়েছেন বাসিন্দাদের একাংশ।
অবৈধ জুয়া বন্ধে জেলার বিভিন্ন প্রান্তে জেলা পুলিশকে সক্রিয় হতে দেখা গেলেও কুমারগঞ্জ এবং কুশমন্ডি থানা এলাকায় তার কোনও প্রভাবই পড়েনি। আর যে সুযোগকে কাজে লাগিয়ে জেলা ও জেলার বাইরে থেকে কুখ্যাত জুয়ারিদের সমাগম ঘটিয়ে কোটি টাকার রমরমা কারবার চলছে দুই থানার প্রত্যন্ত এলাকাগুলিতে। বড়ো ও দামি গাড়িতে করে এসেই ভিড় জমাচ্ছেন জুয়ারিরা। কুমারগঞ্জের জাকিরপুর, মোল্লাদিঘি এবং কুশমন্ডির মহিপাল এলাকার নির্জন স্থানে দিনের আলোতেই চলছে অবৈধ ওই কারবার। শুধু তাই নয়, কোটি কোটি টাকার এমন অবৈধ কারবার ঘিরে চলছে মদ ও মাংসের আসরও। যার ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বাসিন্দাদের অভিযোগ, শাসক দলের এক শ্রেণির নেতৃত্ব এবং পুলিশের কিছু কর্মীদের মদতেই চলছে এমন কারবার। আর যাকে ঘিরে মোটা অঙ্কের টাকাও পকেটে পুরছে তারা বলে অভিযোগ।
যদিও জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত এদিন ফোনে জানিয়েছেন, তদন্ত করে দেখা হচ্ছে।