উত্তর দিনাজপুরে “খেলা হবে দিবস” পালন করা হল

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ১৬ আগস্ট: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায় “খেলা হবে দিবস” পালন করল উত্তর দিনাজপুর জেলা যুব কল্যাণ দপ্তর ও ক্রীড়া দপ্তর। রায়ঞ্জের কর্নজোড়া হাইস্কুল প্রাঙ্গনে অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের সভাধিপতি কবিতা বর্মন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা, রায়গঞ্জ পুলিশ জেলার পুলিশ সুপার সানা আখতার, রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিতা টুডু, রায়গঞ্জ ব্লকের বিডিও শুভজিৎ মন্ডল সহ বিশিষ্ট আধিকারিকেরা।

খেলা হবে দিবস উৎসবে রায়গঞ্জ ব্লকের ১০টি ক্লাবের হাতে এদিন ফুটবল প্রদান করা হয়। কর্নজোড়া হাইস্কুল মাঠে একটি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি ব্লকে সোমবার খেলা হবে দিবস ২০২১ পালন করা হলো। জেলা সদর রায়গঞ্জের কর্নজোড়া হাইস্কুল প্রাঙ্গনে উত্তর দিনাজপুর জেলার খেলা দিবসের উদ্বোধন করা হল। সাধারন মানুষের মধ্যে ফুটবল খেলাকে আরও জনপ্রিয় করে তুলতে এবং খেলার মাধ্যমে ভ্রাতৃত্বের বন্ধন ঘটাতেই এই খেলা হবে দিবস উদযাপন, বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *