
জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ অক্টোবর: জঙ্গলমহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলা শাখার পক্ষ থেকে শুক্রবার সকালে জাতির জনক গান্ধীজির জন্মদিন এবং স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মদিন পালন করা হয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের দুই অমর ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাতে উভয়ের মূর্তিতে মাল্যদান করা হয় এবং সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান করা হয়।
সংগঠনের পক্ষ থেকে মেদিনীপুর কলেজ মাঠের ধারে অবস্থিত গান্ধী মূর্তি এবং খাপ্রেলবাজারে অবস্থিত লালবাহাদুর শাস্ত্রীর মূর্তিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সুব্রত মহাপাত্র, মণিকাঞ্চন রায়, সুদীপ কুমার খাঁড়া, রীতা বেরা, সুশান্ত ঘোষ, নরসিংহ দাস, ইন্দ্রদীপ সিনহা প্রমুখ।