জুয়ায় স্ত্রীকে বাজি ধরে হেরে, বন্ধুদের হাতে তুলে দিল স্বামী, গণধর্ষিতা স্ত্রীর শুদ্ধিকরণে গায়ে ঢালল অ্যাসিড

আমাদের ভারত, ১৫ ডিসেম্বর:এ যেন মহাভারতের দ্রৌপদীর সম্মান হননের বাস্তবায়ন। মহাকাব্যে যেমন দ্রৌপদীকে বাজি রেখে পাশা খেলে পাণ্ডবরা হেরে যেতেই দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল কৌরবরা। ঠিক তেমনই ঘটনা ঘটলো বিহারের ভাগলপুরে। সেখানেও বন্ধুদের সঙ্গে জুয়া খেলতে বসে নানা জিনিস বাজি রাখতে রাখতে একসময় নিজের স্ত্রীকেও বাজি রাখে সোনু হরিজন। একসময়ের জুয়ায় হেরে যায় সনু। নিজের স্ত্রীকে জুয়ারি বন্ধুদের হাতে তুলে দেয় সে। তার সামনে তার সম্মতিতেই তার বন্ধুরা তার স্ত্রীকে গণধর্ষণ করেন। বছর তিরিশের ওই গৃহবধূ স্বামীর বন্ধুদের নির্যাতনের শিকার হন।

এখানেই শেষ নয়। গণধর্ষণের পর স্ত্রীকে শুদ্ধিকরণের জন্য তার গায়ে অ্যাসিড ছিটিয়ে দেয় সোনু। ওই মহিলার স্বামীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের কথায় ঘটনাটি মারাত্মক। জানার সাথে সাথেই এফআইআর দায়ের করে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাকে জেরা করা হচ্ছে। তার কাছ থেকেই বাকি খোঁজ নিয়ে অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

প্রাথমিকভাবে জানা গেছে, জুয়ায় শর্ত ছিল সোনু হেরে গেলে একমাস ধরে বাকি জুয়ারিরা তার স্ত্রীকে ভোগ করবে। কিন্তু তার স্ত্রী কিছুতেই এটা মানতে পারেনি। জোর করে সনু তার স্ত্রীকে বন্ধুদের হাতে তুলে দেয়। ঘটনার পর ওই মহিলার শ্বশুরবাড়ির লোকজন তাকে অন্য একটি বাড়িতে লুকিয়ে রাখে। শুদ্ধিকরণ করায় অ্যাসিডে পুড়ে যাওয়া শরীরের চিকিৎসা চলছিল। ঘটনা বিশেষ জানাজানি হয়নি। কিন্তু গত রবিবার সুযোগ পেয়ে ওই নির্যাতিতা কোনোক্রমে নিজের বাপের বাড়ি পালিয়ে যায়। সেখানে গিয়ে সবকথা জানালে তার বাপের বাড়ির লোক থানায় অভিযোগ দায়ের করে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here