প্রয়াত স্বনামধন্য লেখিকা, ওড়িশার মুখ্যমন্ত্রীর বোন গীতা মেহতা

আমাদের ভারত, ১৭ সেপ্টেম্বর: স্বনামধন্য লেখিকা তথা ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বোন গীতা মেহতা প্রয়াত। শনিবার নয়া দিল্লিতে ৮০ বছর বয়সে তাঁর জীবনাবসান হয়।

সাহিত্যের জগত ছাড়াও ও চলচ্চিত্রকার হিসাবেও তাঁর জনপ্রিয়তা রয়েছে। ১৯৪৩ সালে বিজু পট্টনায়ক ও জ্ঞান পট্টনায়কের কন্যা গীতার জন্ম হয়েছিল দিল্লিতে। ভারতে পড়াশোনা শেষ করে ইউকে-র কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন গীতা।

ভারতীয় রাজনীতির অন্যতম নাম বিজু পট্টনায়কের মেয়ে গীতা বহু দিন ধরেই অসুস্থ ছিলেন। বোন গীতার প্রয়াণবার্তা শুনে দিল্লির উদ্দেশে রওনা হন নবীন পট্টনায়ক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here