বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতায় পালিত গণহত্যা দিবস

আমাদের ভারত, ২৫ মার্চ: আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে বাংলাদেশ উপ-হাইকমিশন কলকাতায় পালিত হল গণহত্যা দিবস।

শনিবার বাংলাদেশ গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে গণহত্যা দিবস হিসেবে নির্মিত দুটো তথ্যচিত্র দেখানো হয়। এরপর এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর উপ-হাইকমিশনার মান্যবর আন্দালিব ইলিয়াস-এর নেতৃত্বে সকল কর্মকর্তাকেও নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

এর পরবর্তী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর পাঠানো বাণী পাঠ করে শোনান যাথক্রমে কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম এবং কাউন্সেলর (রাজনৈতিক), ভূষিতা চাকমা। অনুষ্ঠানে গণহত্যা দিবস নিয়ে আলোচনা করেন মিনিস্টার (রাজনৈতিক) ও দূতালয় প্রধান সিকদার, মোহাম্মদ আশরাফুর রহমান এবং প্রথম সচিব (প্রেস), রঞ্জন সেন।

সমাপনী বক্তব্যে উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, ১৯৭১-এর ২৫ মার্চ বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী যে গণহত্যা শুরু করেছিলো, যা পরবর্তী নয় মাস চলেছিলো, তা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ গণহত্যাগুলোর মধ্যে অন্যতম। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ত্রিশ লক্ষ শহিদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা।

আন্দালিব ইলিয়াস বলেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সরকার ১৯৭১-এ বাংলাদেশে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য সর্বাত্মক চেষ্টা করছে। জাতিসংঘে বাংলাদেশের এ উদ্যোগ নিশ্চয়ই সফল হবে। একই সঙ্গে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে উপ-হাইকমিশনার বিশ্বে যে কোন পণহত্যার বিরূদ্ধে বাংলাদেশের অবস্থানের কথা পুণর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক), শেখ মারেফাত তারিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *