কেন্দ্রীয় কৃষি আইন বাতিলের দাবিতে ঘাটাল মহকুমা কিষাণ- ক্ষেতমজুর কংগ্রেসের বিক্ষোভ

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৩ জানুয়ারি: কেন্দ্রের বিজেপি সরকারের কৃষি আইন বাতিলের দাবি জানালো ঘাটাল মহকুমা কিষাণ- ক্ষেতমজুর কংগ্রেস। এই দাবিতে সংগঠন বুধবার মহকুমা শাসকের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করে। মহকুমা শাসকের কাছে তারা স্মারকলিপি দেয়।

এদিনের অবস্থানে ছিলেন কংগ্রেসের কিষাণ ক্ষেতমজুর সংগঠনের রাজ্য সভাপতি তপন দাস, জেলার সহ-সভাপতি শম্ভু চট্টোপাধ্যায়, প্রদেশ কংগ্রেসের রাজ্য সম্পাদক পার্থপ্রতিম বিশ্বাস, পিসিসি সদস্য কুনাল বন্দ্যোপাধ্যায়।এছাড়াও ছিলেন কংগ্রেসের বর্ষিয়ান নেতা জগন্নাথ গোস্বামী, প্রদেশ সদস্য কৌশিক গোস্বামী সহ অন্যান্যরা।

কেন্দ্রের কৃষি আইনের ফলে ভারতবর্ষে আম্বানিদের মত করপোরেটরা লাভবান হবেন এবং কৃষকেরা শোষণের শিকার হবেন। একথা বলেন রাজ্য নেতা তপন দাস।

জগন্নাথ গোস্বামী বলেন, এই আইনের ফলে কৃষকরা নীলচাষীদের মত সর্বস্বান্ত হবেন। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি বক্তারা রাজ্য সরকারেরও সমালোচনা করেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here