
কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ মার্চ:
ঘাটাল থানার তরফে শহরের জন্য জরুরি পরিষেবায় চালু হল হোয়াটসঅ্যাপ নম্বর।ঘাটাল পৌরসভা এলাকায় যে সমস্ত মানুষ বাড়িতে একা থাকেন বা বাড়ি থেকে বেরোতে পারছেন না তাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হল বলে জানালেন ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাংশু ভৌমিক। তিনি বলেন, এই সময় বয়স্কদের খুব অসুবিধে হতে পারে তাদের ওষুধপত্র যা লাগবে তা বাড়িতে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই কর্মসূচি নেওয়া হয়েছে।
ঐ ব্যাক্তিরা ডাক্তারের প্রেসক্রিপসন হোয়াটসঅ্যাপ করলেই ওষুধ পৌঁছে দেওয়া হবে বাড়িতে এবং ঔষুধ পাওয়ার পরে মূল্য দিয়ে দেবেন সিভিক ভলান্টিয়রকে। যাতে কোনও বয়স্ক মানুষদের অসুবিধা না হয় তাই এই পরিকল্পনা নেওয়া হয়েছে থানা থেকে এবং যাদের অ্যান্ডয়েড ফোন নেই তারা ফোনে ঔষুধের নাম বলতে পারেন।ফোন নম্বর ও হোয়াটসঅ্যাপ নম্বর হল 7384658493।