আদালতের নির্দেশ মেনে ও কোভিড বিধিকে মান্যতা দিয়ে হবে ঘাটাল উৎসব ও শিশু মেলা

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ জানুয়ারি:
পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম আকর্ষণীয় মেলা ঘাটাল উৎসব ও শিশু মেলা। এই মেলার জন্য মহাকুমার মানুষ সারা বছর অপেক্ষা করে থাকেন। করোনা আবহে ২০২১সালে এইমেলা হবে কি না, তা নিয়ে অনেকে সন্দিহান ছিলেন। এই বছর শিশুমেলার আয়োজন না করার জন্য জন্য ঘাটালের কয়জন বুদ্ধিজীবী এবং সাধারন মানুষ প্রস্তাব দিয়েছিলেন। এমনকি মেলা বন্ধ রাখার জন্য হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল।

শেষমেষ হাইকোর্টের নির্দেশিকা মেনে ঘাটাল উৎসব ও শিশু মেলা হবে। ১৬ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত এই মেলা চলবে। কড়াকড়ি ভাবে মানতে হবে কোভিড প্রটোকল। এই মর্মে জেলাশাসকের তরফের নির্দেশিকা পাঠানো হয়েছে। ১০ দফা নির্দেশ আছে ওই নির্দেশ নামায়। নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়েছে ঘাটাল মহকুমা শাসক এসডিপিও, বিডিও, ঘাটাল থানার ওসিএবং মেলা কর্তৃপক্ষের কাছে

ওই নির্দেশ নামাতে পরিষ্কার বলা হয়েছে প্রতিটি স্টলের মাঝে দূরত্ব রাখতে হবে কুড়ি ফুট। ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম ছাড়াও কুশপাতা বঙ্গবাসী ফুটবল মাঠ এবং সত্যজিৎ রায় মুক্তমঞ্চে প্রতিযোগিতাগুলি হবে। প্রতিযোগিতার সময় একমাত্র প্রতিযোগিরা ছাড়া সাধারণ মানুষ প্রবেশ করতে পারবেন না। স্টলে কেনাকাটা এবং খাবার স্টলে খাবার কেনা বা খাওয়ার সময় ১০ জনের বেশি ভিড় করা চলবে না। ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম সহ বাকি দুটি ভেন্যুঅর্থাৎ মোট তিনটি ভেন্যু যে তিনটে করে প্রবেশদ্বার রাখতে হবে এবং পর্যাপ্ত ভলান্টিয়ার রাখতে হবে।

মেলা প্রাঙ্গণে গর্ভবতী মহিলা এবং ৬৫ বছরের বেশি মানুষজনের প্রবেশ নিষেধ। মেলা কর্তৃপক্ষকে মেলা চলাকালীন পর্যাপ্ত চিকিৎসকের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। মেলা প্রাঙ্গণ এবং ভেন্যুগুলি তিনবার স্যানিটাইজ করতে হবে।

মাস্ক পরা এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। বিনোদনমূলক অনুষ্ঠান ৩ ঘণ্টার বেশি চালানো যাবে না। এখানেও মানুষের ভিড় থাকবে নিয়ন্ত্রিত। মেলা কমিটির যুগ্ম সম্পাদক অনিরুদ্ধ কুলভী বলেন, আদালতের নির্দেশ মেনে ও কোভিড বিধিকে মান্যতা দিয়ে মেলা হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here