ঘাটালে শীতের রাতে ভবঘুরেদের পাশে মহকুমা প্রশাসন

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ ডিসেম্বর :
মানুষের সাথে প্রশাসন এবং পুলিশের সংযোগ আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে ঘাটাল মহকুমা প্রশাসন এবং পুলিশ। এমন কিছু মানুষ আছেন যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, এক কথায় তাদের বলা হয় ভবঘুরে। ঘাটাল এবং তার পাশাপাশি এলাকার ভবঘুরেদের বড়দিনের আগের রাতে ঘাটাল মহকুমা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র, খাবার এবং জল দেওয়ার উদ্যোগ নিল প্রশাসন এবং পুলিশ।

ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায় বলেন পরবর্তীকালেও ভবঘুরেদের সহায়তা করবে প্রশাসন।
ঘাটালের এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী বলেন, প্রশাসন মানুষের পাশে আছে এই বার্তা আমরা পৌঁছতে চাই। ভবিষ্যতে এই কর্মসূচি চলবে।

প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। এই কর্মসূচিতে ছিলেন ঘাটালের মহকুমা শাসক সৌভিক চট্টোপাধ্যায়, এসডিপিও অগ্নিশ্বর চৌধুরী এবং ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here