করোনার সর্তকতার জন্য ঘাটালের সবজি বাজার স্থানান্তরিত করা হল

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৫ মার্চ:
করোনা ভাইরাস থেকে বাঁচতে সর্তকতা অবলম্বন করলো ঘাটাল পুরসভা ও ঘাটাল পুলিশ প্রশাসন। স্থানান্তরিত করা হল ঘাটালের দুটি সবজি বাজার। ঘাটাল পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে প্রগতি মার্কেটের বাজারকে স্থানান্তরিত করা হল বিদ্যাসাগর স্কুল মাঠে এবং ৪ নম্বর ওয়ার্ডের কুঠি বাজার স্থানান্তরিত করা হল পৌরসভা মোড় থেকে ভীমতলা এবং রথ তলা থেকে সুধীর পালের বাড়ি পর্যন্ত। ছোট এলাকার মধ্যে রয়েছে এই বাজার। মানুষের ভিড় ঠেলাঠেলি হচ্ছে। সেই জন্য করোনা ভাইরাসের সর্তকতা হিসেবে দূরত্ব রেখে যাতে বাজার করতে পারে তাই এই সিদ্ধান্ত নিয়েছে পুরসভা ও পুলিশ প্রশাসন। মাইকিং করা হচ্ছে ঘাটাল পুরসভা থেকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here