নিউটাউন তিন কন্যা মোড়ে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার যুবতী, আটক ৬ যুবক

সৌভিক বন্দ্যোপাধ্যায়, নিউ টাউন, ৬ ডিসেম্বর: নিউটাউন তিন কন্যা মোড়ের কাছ থেকে এক যুবতীকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার করে ইকোপার্ক থানার পুলিশ। তাকে ভর্তি করা হয়েছে বিধান নগর মহকুমা হাসপাতালে। মুখ ও বধির যুবতীর সঙ্গে যৌন হেনস্থা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। এই ঘটনায় ৬ জন যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্তে ইকোপার্ক থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নিউটাউন তিনকন্যা মোড়ের কাছ থেকে এক তরুণীকে উদ্ধার করে পুলিশ। এর পর তার অবস্থা দেখে তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ সূত্রে আরও খবর, তার শরীরের বেশ কিছু জায়গা থেকে রক্তপাত হচ্ছিল। ওই যুবতীর যৌন হেনস্থা হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। তবে সেই বিষয় পুলিশ স্পষ্ট না যে তার সাথে আদৌও হয়েছে গণধর্ষণ নাকি অন্যকিছু, সেই গোটা ঘটনার তদন্তের জন্য হাসপাতালের রিপোর্টের অপেক্ষা করছে।

পুলিশ সূত্রে খবর এই ঘটনা ৬ জন মিলে ঘটিয়েছে। রাস্তার সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহ জনক ছয়জনকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়াও ওই এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজের খোঁজ হচ্ছে। তবে এই বিষয়ে কেউ কিছু বলতে চাইছে না।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here