
জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ অক্টোবর: স্বাস্থ্য সাথীর অন্তর্ভুক্ত ১০০ শয্যার হাসপাতাল হিসেবে পুনরায় আত্মপ্রকাশ করল মেদিনীপুরের হোসনাবাদ এলাকার গ্লোকল হাসপাতাল। রবিবার বিকেলে আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি, বিধায়ক দীনেন রায়।
হাসপাতালে ডিরেক্টর দীপঙ্কর ভট্টাচার্য জানান, মেদিনীপুর শহরের উপকন্ঠে তাঁদের এই হাসপাতালে মানুষ আরও ভালো পরিষেবা পাবেন। রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড যাদের রয়েছে তাঁরা বিনামূল্যে এখানে সব ধরনের স্বাস্থ্য পরিষেবা পাবেন।