জ্ঞানবাপী মামলা! বৈধ হিন্দু পক্ষের আবেদন, মুসলিম পক্ষের আর্জি খারিজ আদালতে

আমাদের ভারত, ১৮ নভেম্বর:
জ্ঞানবাপী মামলায় স্বস্তিতে হিন্দু পক্ষ। বৃহস্পতিবার বারানসি ফার্স্ট ট্র্যাক কোর্টে খারিজ হয়ে গেল মুসলিম পক্ষের আবেদন।আদালত জানিয়ে দিল জ্ঞানবাপী মসজিদের অজু খানায় থাকা শিবলিঙ্গকে পুজো করার আর্জি জানিয়ে হিন্দু পক্ষ যে মামলা করেছে তার শুনানি হবে। মসজিদ কমিটির আবেদনটি খারিজ করে দেয় আদালত।

বারানসি ফার্স্ট ট্র্যাক কোর্ট জানিয়ে দিয়েছে, জ্ঞানবাপী মসজিদ পরিসরে পুজো করার জন্য হিন্দুপক্ষের আবেদন বৈধ।এক্ষেত্রে শুনানি চালাতে কোনও বাধা নেই। একইসঙ্গে আগামী ২ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারিত করেছেন বিচারক।

গত সপ্তাহে জ্ঞানবাপী মামলায় স্বস্তি পেয়েছিল হিন্দু পক্ষ। শিবলিঙ্গ সংরক্ষিত এলাকার নিরাপত্তা বজায় রাখার রায়ের মেয়াদ বাড়িয়েছিল সুপ্রিম কোর্ট। মে মাসের নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। সেই রায় আপাতত বজায় রেখে নির্দেশ দেওয়া হলো ওই এলাকা যেমন সিল করা আছে তেমনি রাখতে হবে। ২০২১ এর আগস্টে ৫ হিন্দু মহিলা জ্ঞানবাপী মসজিদের দেওয়ালে মা শৃঙ্গার গৌরী এবং মসজিদের অন্দরের পশ্চিম দেওয়ালে দেবদেবীর মূর্তি রয়েছে দাবি করে তা পুজো করার অনুমতি চেয়েছিলেন বারানসি আদালতে। সেই মামলায় বারানসি দায়রা আদালতের বিচারক রবি কুমার দিবাকর নিযুক্ত কমিটির নির্দেশে জ্ঞানবাপী মসজিদের ভিতরে শুরু হয় ভিডিও সমীক্ষা। কিন্তু ১৯৯১ সালের ওয়ারশিপ অ্যাক্টের প্রসঙ্গ টেনে মামলার বৈধতাকে চ্যালেঞ্জ করেছিল মুসলিম পক্ষ।

অন্যদিকে ভিডিও সমীক্ষার রিপোর্ট ফাঁস হয়ে অজুখানায় শিবলিঙ্গ রয়েছে বলে শোরগোল পড়ে যায়। এই ভিডিও সমীক্ষায় আপত্তি তোলে মসজিদ কমিটির সদস্য ও তাদের আইনজীবীরা। তাদের দাবি, ওটি আসলে একটি ফোয়ারা। গত ২০ মে এই মামলা সুপ্রিম কোর্টে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *