শালবনি ব্লকে স্বনির্ভরতার লক্ষ্যে ছাগল বিলি

আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ মার্চ: জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার পরিবারগুলোকে আর্থিকভাবে স্বচ্ছল করে তুলতে রাজ্য সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। যার মধ্যে কার্যকরী উদ্যোগ হিসেবে প্রাণীপালনে জোর দেওয়া হয়েছেl এর ফলে একদিকে যেমন এই সকল প্রান্তিক পরিবারগুলোকে আর্থিক স্বনির্ভর করে তোলা হচ্ছে তেমনি রাজ্যের মানুষের জন্য মাংস، ডিম ও দুধের জোগান বৃদ্ধি পাচ্ছেl

রাজ্য সরকারের এই প্রাণী পালন প্রকল্পে বিগত কয়েক বছরে শালবনি ব্লকের পঁচিশ হাজারেরও বেশি পরিবারকে মুরগির বাচ্চা،  ছাগল অথবা গরু প্রদান করা হয়েছেl  সেই সঙ্গে প্রাণী পালকদের প্রশিক্ষণ সহ সঠিক পদ্ধতিতে টিকাকরন এবং বিমার ব্যবস্থাও করা হয়েছেl মঙ্গলবার শালবনি ব্লকের ৫৩টি পরিবারকে শালবনি পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে ৫টি করে ছাগল তুলে দেওয়া হল। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নেপাল সিংহ، পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়ারি، ব্লক প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ বিমল মাহাতো ও প্রাণিসম্পদ উন্নয়ন অধিকারিক সৌমিত্র ঘোষের উপস্থিতিতে ছাগলগুলি ৫৩টি পরিবারের হাতে তুলে দেওয়া হয়l

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here