ঈশ্বর জাতপাত সম্প্রদায়ের বিভেদ সৃষ্টি করেননি, পন্ডিতরা করেছিলেন: মোহন ভাগবত

আমাদের ভারত, ৬ ফেব্রুয়ারি: জাতি বা সম্প্রদায় ঈশ্বর তৈরি করেননি। এই পার্থক্যগুলো তৈরি করেছেন আমাদের পন্ডিতরা। এমনটাই বলেছেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ প্রধান মোহন ভাগবত। রবিবার মুম্বাইয়ে সাধক শিরোমণি রুহিদাসের ৬৪৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জাতিভেদ নিয়ে কড়া বার্তা দেন মোহন ভাগবত।

সংঘ প্রধান বলেন, দেশের বিবেক এবং চেতনা সব একই শুধু মতামত ভিন্ন। অন্যান্য ধর্মের প্রতি বিদ্বেষ ছাড়াই কোনো ব্যক্তির তার নিজ ধর্ম পালন করা উচিত, কারণ ধর্মীয় বার্তাগুলিকে পৌঁছে দেওয়ার পদ্ধতিগুলি ভিন্ন হলেও বার্তাগুলি অভিন্ন। মোহন ভাগবত বলেন, “যখন আমরা জীবিকা অর্জন করি তখন সমাজের প্রতিও আমাদের দায়বদ্ধতা থাকে। প্রতিটি কাজেই সমাজে বৃহত্তর মঙ্গলের জন্য করা হয়। তাহলে কিভাবে কোনো কাজ বড়, কোনো কাজ ছোট হতে পারে? আমাদের নির্মাতার কাছে আমরা সবাই সমান, কোনো জাতি বা সম্প্রদায় ভেদ নেই। এই পার্থক্যগুলো আমাদের পন্ডিতরা তৈরি করেছিলেন। এটা ভুল ছিল। দেশের বিবেক এবং চেতনা সব একই শুধুমাত্র মতামত ভিন্ন।”

আরএসএস প্রধানের মতে সাধক রুহিদাসের মর্যাদা তুলসী দাস, কবির এবং সুরদাসের থেকেও বড়, কারণ তাকে সাধক শিরোমণি বলা হয়। মোহন ভাগবত বলেন, তিনি সাধক রুহিদাস, শাস্ত্র জ্ঞানে ব্রাহ্মণদের হারাতে পারেননি তবে তিনি অনেকের হৃদয় স্পর্শ করতে পেরেছিলেন। তাদের ঈশ্বরে বিশ্বাসী করে তুলেছিলেন। সাধক রুহিদাসের কথা স্মরণ করে তিনি বলেন, “ধর্ম মানে শুধু পেট ভরানো নয়, নিজের কাজ করুন এবং আপনার ধর্ম মেনে তা করুন। সমাজকে ঐক্যবদ্ধ করুন এবং তার উন্নতির জন্য কাজ করুন এটাই ধর্মের মূল কথা। এমন চিন্তা এবং উচ্চ আদর্শের কারণেই অনেক বড় বড় নাম সাধক রুহিদাসের শিষ্যত্ব গ্রহণে আগ্রহী হয়েছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *