করোনা থেকে বাঁচতে খোদ ঈশ্বরই এখন ধর্মস্থানবন্দি

চিন্ময় ভট্টাচার্য
আমাদের ভারত, ১৫ মার্চ: বিপদ থেকে বাঁচার জন্য মানুষ ঈশ্বরকে স্মরণ করে। ধর্মস্থানে যাতায়াত করে থাকে। কিন্তু, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এমন আতঙ্ক ছড়িয়েছে যে ভক্তদের থেকে দূরেই থাকতে চাইছেন ধর্মস্থানের ঈশ্বররা। বিভিন্ন ধর্মস্থান খোলাখুলি জানিয়ে দিয়েছে, তাদের দরজা আপাতত ভক্তদের জন্য বন্ধই থাকবে।

সাম্প্রদায়িক ক্ষমতা দেখানোর দৌড়ে কেউ কারও চেয়ে কম না-গেলেও, করোনা ভাইরাস থেকে বাঁচতে সব সম্প্রদায়ের প্রধান ধর্মস্থানই। এখন তাই রীতিমতো সাবধানী। ভ্যাটিকান সিটি থেকে মক্কা-মদিনা, তিরুপতি বালাজি থেকে সিরডি সাঁইবাবার মন্দির- নোভাল করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশ্বব্যাপী লড়াইয়ে কোনও ধর্মস্থান থেকেই অলৌকিক ক্ষমতার উদাহরণ মেলেনি।

শুধু কী তাই! বাঁচতে ধর্মস্থানগুলোর দরজা পর্যন্ত ভক্তদের মুখের ওপর বন্ধ করে দিয়েছেন এই সব তীর্থস্থানের সেবায়েত বা সেবকরা। এই রাজ্যে রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কেন্দ্র বেলুড় মঠেও ভক্তদের জন্য জারি হয়েছে নিষেধাজ্ঞা। বাধ্য হয়ে করোনা আক্রান্ত এবং সন্দেহভাজনদের এখন একমাত্র তীর্থক্ষেত্র হয়ে উঠেছে হাসপাতালগুলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *