জে মাহাতো, মেদিনীপুর, ১০ জুলাই: শুক্রবার নাগপঞ্চমীর সকালে মেদিনীপুর শহরের দমকল কেন্দ্র থেকে একটি গোখরা সাপ উদ্ধার হয়েছে। এদিন সাত সকালে অগ্নি নির্বাপন কেন্দ্রের সিপাই বাজারের অফিসে গোখরা সাপটি ঢুকে পড়ে। কর্মচারীরা সাপটি দেখে আতঙ্কিত হয়ে পড়েন। খবর পৌঁছায় মেদিনীপুরের সাপ উদ্ধারকারী যুবক দেবরাজ চক্রবর্তীর কাছে। তিনি গিয়ে সাপটি উদ্ধার করেন এবং বন দপ্তরের নির্দেশ অনুযায়ী গভীর জঙ্গলে ছেড়ে দেন।