রঞ্জি ট্রফিতে বাংলা সিনিয়ার দলে খেলার সুযোগ পেলেন রামপুরহাটের যুবক গোলাম মুস্তাফা

আমাদের ভারত, রামপুরহাট, ৭ জানুয়ারি: রঞ্জি ট্রফিতে বাংলা সিনিয়ার দলে খেলার সুযোগ পেলেন রামপুরহাটের যুবক গোলাম মুস্তাফা। দলে পনেরো জনের জায়গায় স্পেস বোলার হিসাবে সুযোগ করে নিয়েছেন তিনি। তার সাফল্যে গর্বিত রামপুরহাট শহর।

গোলাম মুস্তফা। বাড়ি রামপুরহাট পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের বাজারপাড়া। দুই ভাই এক বোনের মধ্যে বড় গোলাম। বাবা ফিরোজ আলম পেশায় এক শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের সহায়ক। গত বছর রামপুরহাট জিতেন্দ্রলাল বিদ্যাভবন থেকে মাধ্যমিক পাশ করেছে সে। ছোট থেকেই ক্রিকেটের প্রতি ছিল তার ঝোঁক। রামপুরহাট মহকুমা ক্রীড়া সংস্থার মাঠে তিনি প্যাকটিস করতেন। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের কর্তারা রামপুরহাটে এসে প্রশিক্ষণ দিয়ে যেতেন। তার স্পেস বোলিং নজর কারে ক্রিকেট কর্তাদের। এর মাঝে জেলা ও রাজ্যস্তরের বেশ কয়েকটি খেলায় সাফল্য পেয়েছে গোলাম। এরপরেই সুযোগ আসে কোচবিহার ট্রফিতে বাংলার হয়ে অনূর্ধ্ব ১৯ বিভাগের রঞ্জি ট্রফিতে। ২৬ নভেম্বর থেকে শুরু হয় কোচবিহার ট্রফিতে ইতিমধ্যে উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, রাজস্থান, কল্যাণীর সঙ্গে খেলায় ৩২ টি উইকেট পেয়েছে সে। তাতেই নজর কেড়েছে বাংলার রঞ্জি ট্রফি কর্তাদের। এরপরেই সোমবার তাকে রঞ্জি ট্রফিতে জায়গা দিয়ে চিঠি দেওয়া হয়। আগামী ১১ থেকে ১৪ই জানুয়ারি নাগপুরে খেলা হবে। যে খেলার সরাসরি সম্প্রচার সারা দেশ দেখতে পাবে।

ছেলের সাফল্যে গর্বিত বাবা ফিরোজ আলম। তিনি বলেন, “ছেলের সাফল্যের পিছনে সম্পূর্ণ সহযোগিতা রয়েছে রামপুরহাট ক্রীড়া সংস্থার কর্তাদের। তারা না থাকলে এই সাফল্য আসতো না। এখন জাতীয় দলে সুযোগ পেলে আমরা আরও খুশি হব”।

গোলাম বলেন, “অনূর্ধ্ব ১৯ ক্রিকেটে যে সাফল্য এসেছে সেই ধারাবাহিকতা রঞ্জি ট্রফিতে ধরে রাখার চেষ্টা করব। তবে আমার সামনে এখন চ্যালেঞ্জ জাতীয়স্তরে সুযোগ পাওয়া। সেই লক্ষ্যে আমি লড়াই করে যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *