আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ জুলাই: সিবিএসসি বোর্ড পরিচালিত ও সদ্য প্রকাশিত দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ভালো ফল করল মেদিনীপুর শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মেদিনীপুর ডিএভি পাবলিক স্কুল। ১৩ জুলাই প্রকাশিত হয়েছিল দ্বাদশ শ্রেণির ফল আর ১৫ জুলাই প্রকাশিত হয় দশম শ্রেণির ফল। দশম শ্রেণির পরীক্ষায় বিদ্যালয়ের মোট ১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে মেদিনীপুর শহরের রবীন্দ্র নগরের বাসিন্দা হৃষিক দাশগুপ্ত সর্বোচ্চ নম্বর ৯৭.৪০ শতাংশ নম্বর পেয়ে বিদ্যালয়ে প্রথম হয়েছে। ৯০ শতাংশের বেশি নম্বর পেয়েছে ৪২ জন ছাত্রছাত্রী।
দশম শ্রেণির পরীক্ষার বিদ্যালয়েরর ছাত্র ছাত্রীদের পাশের হার ১০০ শতাংশ। দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বিজ্ঞান ও কমার্স বিভাগের মোট ৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের রিমিশা রায় সর্বোচ্চ ৯৫.৮০ শতাংশ নম্বর পেয়েছে। বিজ্ঞান বিভাগের ৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জন ৯০ শতাংশের বেশি নম্বর পেয়ে সাফল্যের সাথে উত্তীর্ণ হয়েছে দ্বাদশ শ্রেণির এই পরীক্ষায় বিজ্ঞান ও কমার্স এই দুটি বিভাগেই বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পাশের হার ১০০ শতাংশ। ছাত্র-ছাত্রীদের এই সাফল্যে খুশি বিদ্যালয়ের অধ্যক্ষ বনমালী বিশওয়াল সহ সমস্ত শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের অধ্যক্ষ বনমালী বিশওয়াল সমস্ত ছাত্র-ছাত্রীদের শুভ কামনা ও অভিনন্দন জানিয়েছেন।