ফোন করলেই ন্যায্যমূল্যে ঘরে পৌঁছে যাবে জিনিসপত্র, উদ্যোগ জেলা প্রশাসনের

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৭ মার্চ: লক ডাউন সফল করার লক্ষ্যে সাধারন মানুষকে যাতে নুন্যতম প্রয়োজনেও ঘর থেকে বের না হতে হয় সেজন্য অভিনব উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসন ও জেলার ব্যবসায়ী সংগঠনের যৌথ উদ্যোগে আজ থেকে ঘরে বসেই সাধারন মানুষ পেয়ে যাবেন নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। শুধুমাত্র একটা ফোন করলেই মানুষ তার অতি প্রয়োজনীয় সামগ্রী ঘরে বসেই পেয়ে যাবেন হোম ডেলিভারির মাধ্যমে।

ইতিমধ্যেই জেলার প্রতিটি ব্লকের ব্যাবসায়ী প্রতিষ্ঠান, মুদী দোকানদারদের ফোন নম্বর ও হোম ডেলিভারির নম্বর বিলি করা হয়েছে। নির্দিষ্ট সেই নম্বরে ফোন করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী অর্ডার করলেই বাড়িতে পৌঁছে দেওয়া হবে। জেলা প্রশাসন ও ব্যবসায়ী সংগঠনের এই উদ্যোগে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার বাজারগুলিতে অযথা ভিড় এড়ানো সম্ভব হবে এবং লক ডাউন অনেকাংশেই সফল হবে বলে মনে করছে প্রশাসনের কর্তারা।

দুপুর ১২ টা থেকে রাত ৮ টার মধ্যে পরিমিত পরিমানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন – আলু, পেঁয়াজ, আদা, চাল, সরষের তেল, সোয়াবিন, হলুদ, লবন, আটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি, মুশুর ডাল, মুগের ডাল, চা পাতা, গুঁড়ো দুধ, ডালিয়া, সুজি, নেচার ওয়েল অর্ডার করলে পরের দিন দুপুর ১২টার মধ্যে নগদ মূল্যে ক্রেতাদের বাড়িতে সরবরাহ করা হবে। পুরসভা, ব্যবসায়ী সংগঠন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই সোস্যাল মিডিয়া ও লোকাল চ্যানেলের মাধ্যমে ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর জানিয়ে দেওয়া হয়েছে।

উত্তর দিনাজপুর জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনের সময় সাধারন মানুষের সমস্যা সমাধানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। তবে তিনি এও উল্লেখ করে দেন, প্রয়োজনের বেশি অতিরিক্ত সামগ্রীর অর্ডার কেউ যেন না দেন। সাধারন মানুষকে ঘরে থেকে লক ডাউনকে সফল করে করোনা ভাইরাস প্রতিরোধ করার আহ্বান জানান জেলাশাসক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here