পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে গোপালনগর থানার পুলিশের উদ্যোগ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ ফেব্রুয়ারি: ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচিকে সামনে রেখে পথ নিরাপত্তা সপ্তাহ পালিত হল উত্তর ২৪ পরগনার গোপালনগরে। বুধবার গোপালনগর থানার পক্ষ থেকে বিভিন্ন প্রতিযোগিতা ও মাইকের মাধ্যমে বনগাঁ- চাকদা সড়কের উপর নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয়। গাড়ি চালানো ও রাস্তা পারাপারের সময় মোবাইল ফোন ব্যবহার না করা, ট্রাফিক আইন মেনে চলা-সহ বিভিন্ন বিষয়ে চলে প্রচার।

পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে উদ্যোগী হলেন গোপালনগর থানার ওসি চিন্তামণি নস্কর। এদিনের এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার জয়িতা বোস, ট্রাফিক ডিএসপি মলয় কুমার দাস, বনগাঁর মহকুমা শাসক প্রেমবিভাস কাঁসারি, বনগাঁ মহকুমার এসডিপিও অর্ক পাঁজা, বাগদার এসডিপিও স্পর্শ নীলাঙ্গি সহ বিভিন্ন থানার আধিকারিকরা। এদিন বনগাঁ জেলার পুলিশ সুপার জয়িতা বোস পতাকা উত্তলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। সকালে পথ নিরাপত্তা ও ট্রাফিক নিয়মের বার্তা দিতে স্কুল পড়ুয়াদের নিয়ে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। পরে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়, বসে আঁকা প্রতিযোগীতা, কুইজ প্রতিযোগীতা ও পথ নাটিকার মধ্যে দিয়ে মানুষকে সচেতন করা হয়। স্থানীয় গোপালনগর কালী বাড়ি মোড়ে অনুষ্ঠিত হয় আলোচনা চক্র। প্রতিযোগিতায় সেরা ৩ জনকে এদিন পুরস্কৃত করা হয়। পাশাপাশি ৩০ টি হেলমেট বিতরণ সহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা উন্নয়নের পরিকল্পনা নেন গোপালনগর থানার ওসি চিন্তামণি নস্কর।

এদিন পুলিশ সুপার জয়িতা বোস বলেন, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে গোপালনগর থানায় পথ নিরাপত্তা কর্মসূচি পালন করা হয়। শুধু গোপালনর নয়, গোটা বনগাঁ মহকুমার থানাগুলিতে পথ নিরাপত্তা নিয়ে মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১ বছরে বনগাঁ জেলায় তেমন কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। এই ভাবে মানুষকে সচেতন করলে আগামী দিনে দুর্ঘটনার পরিসংখ্যান শূন্যতে আনা যাবে বলে তিনি মনে করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *