
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১২ মার্চ: সুবর্ণরেখা মহাবিদ্যালয়ের তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের নয়াবাসান জনকল্যাণ বিদ্যাপীঠের, আশুই পল্লীমঙ্গল বিদ্যাপীঠ, বাঁসদা এসি হাইস্কুলের গেটের সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল ও কলম তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান হয়েছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সত্যরঞ্জন বারিক, অভিষেক দাস, দীপঙ্কর দে, মন্টু বিশুই, সৌরভ শিট সহ তৃণমূল ছাত্র পরিষদের অন্যান্য কর্মীর সমর্থকরা।
অন্যদিকে গোপীবল্লভপুর ২নং ব্লকের পেটবিন্ধি ডি.কে.এম হাইস্কুল ও তপসিয়া বিদ্যাসাগর শিক্ষাঙ্গান হাইস্কুলের গেটের সামনে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জলের বোতল ও কলম দিয়ে শুভেচ্ছা জানান হয় গোপীবল্লভপুর ২নং ব্লক তৃণমূলের পক্ষ থেকে। এদিন এই কর্মসূচিতে পেটবিন্ধি ডি.কে.এম হাইস্কুলের গেটের সামনে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক চুড়ামনি মাহাতো, হিমসাগর সিং, কালিপদ সুর সহ একাধিক তৃণমূল কর্মীরা।অন্যদিকে তপসিয়া বিদ্যাসাগ শিক্ষাঙ্গান হাইস্কুলের গেটের সামনে ছাত্র ছাত্রীদের হাতে কলম ও জলের বোতল তুলে দিলেন গোপীবল্লভপুর ২নং ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি টিঙ্কু পাল, যুব সভাপতি অনুপম মল্লিক, তপসিয়া ৩নং অঞ্চলে সভাপতি নিরঞ্জন দাস সহ তৃণমূলের অন্যান্য কর্মীরা।