
অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৭ ফেব্রুয়ারি: কয়েকদিন আগেই ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে ও সেফ ড্রাইভ সেভ লাইফের বর্ণাঢ্য শোভাযাত্রা বেশ সাড়া ফেলেছিল অরণ্য শহর ঝাড়গ্রামে। তার কিছুদিন বাদেই দেখা গেছিল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের। আজ শুক্রবার সেই একই চিত্র ধরা পড়ল।
এবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর থানার উদ্যোগে। এদিন নয়াবাসন বালিকা বিদ্যাপীঠের ছাত্রীদের নিয়ে গোপীবল্লভপুর থানা থেকে হাতিবাড়ি মোড় পর্যন্ত প্রায় ৩৫০ মিটার একটি পদযাত্রা করেন। পরে হাতিবাড়ি মোড়ে নিয়ন্ত্রিনের গতিতে গাড়ি ও বাইক চালানো, শিট বেল্ট বেঁধে গাড়ি চালানো, হেলমেট পড়ে বাইক চালানো, গাড়ি বা বাইক চালানোর সময় মোবাইলে কথা না বলা সহ পথ নিরাপত্তা বিষয়ে বিভিন্ন তথ্য প্লেকার্ডের মধ্যে সাধারণ মানুষের কাছে তুলে ধরেন নায়াবাসান বালিকা বিদ্যাপীঠ ছাত্রীরা। সাথে রাস্তায় পথচলতি গাড়ি ও মোটরসাইকেলে সেফ ড্রাইভ সেভ লাইফের স্টিকার লাগিয়ে দেন ছাত্রীরা নিজে হাতে।