অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১৯ জুন:
গোপীবল্লভপুর ঠাকুরবাড়িতে প্রতি রবিবার বসত প্রাচীন ঐতিহ্যবাহী হাট। দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসতেন এই হাটে। কিন্তু করোনা আবহের জেরে হাট কমিটি সিদ্ধান্ত নিয়েছিল হাট বন্ধ রাখার। তাই দীর্ঘ ১৩ সপ্তাহ বন্ধ ছিল এই গ্রামীণ হাট। অবশেষে প্রশাসনিক অনুমতি পাওয়ার পরেই আগামী রবিবার সরকারি সমস্ত নিয়ম মেনে শুরু হবে রবিবারের হাট। হাটে আসা সমস্ত বিক্রেতা ও ক্রেতাকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে। আজ শুক্রবার তাই হাট কমিটির উদ্যোগে গোপীবল্লভপুরের বিভিন্ন জায়গায় চলছে তার প্রচার।