খারিফ মরসুমের ফসল বিমা জমা দেওয়ার সময় সীমা বাড়াল গোপীবল্লভপুর ১নং ব্লক কৃষি দপ্তর

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১০ আগস্ট: চাষির ফসলের নিরাপত্তা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি হলে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের কৃষি দফতরে শুরু হল খারিফ মরসুমের ফসল বিমার ফর্ম ফিলাপের কাজ। ব্লক কৃষি দফতরের পক্ষ থেকে প্রতিটি পঞ্চায়েত অফিস এবং ব্লক কৃষি দফতরে চাষিদের জন্য বিমার আবেদন গ্রহণের কাজ হলেও বুধবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক কৃষি দফতরে দেখা গেল বিমার ফর্ম ফিলাপের জন্য চাষিদের দীর্ঘ লাইন। এদিন কৃষি দফতরের কর্মীরা চাষিদের কাছ থেকে আবেদন গ্রহণ করার জন্য বিশেষ ক্যাম্পও করেছেন। ব্লকের চাষিরা নিজের জমির কাগজপত্র এবং স্বচিত্র পরিচয়পত্র সহ আবেদন গ্রহণ করছেন।

ব্লক কৃষি দফতরের এক কর্মী জানান, প্রথমে ৩১ আগস্ট পর্যন্ত ফসল বিমার আবেদন গ্রহণের দিন ধার্য হলেও সেটা ইতিমধ্যে ১৫ দিন আরও বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি তিনি আরও জানান, প্রতিটি কৃষি জমির পর্চা কিংবা দলিল, আধার কার্ড, ভোটার কার্ড সহ অফিস খোলার দিনগুলোতে ব্লক ভূমি দফতর কিংবা নিজস্ব পঞ্চায়েত দফতরে বিমার জন্য আবেদন জমা দিতে পারেন। যে বিমার পুরো প্রিমিয়াম রাজ্য সরকার বহন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *