গোপীবল্লভপুরে গৌরিয়া সেতুর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২০ জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২০১৪ সালে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের ছাতিনাশোল তরুণ সংঘের মাঠে প্রশাসনিক সভা থেকে ফেরার পথে গৌরিয়া খালের সেতুটির বেহাল দশা দেখে নতুন সেতু নির্মাণ করার আশ্বাস দিয়েছেন। ২০১৫ সালে নতুন সেতুর জন্য শিলান্যাস করেন। অবশেষে দীর্ঘ পাঁচ বছরের পরে নতুন সেতুর উদ্বোধন হল আজ। পুরুলিয়া থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উদ্বোধন করলেন। এর সাথে সাথে আরও ৩৫ প্রকল্পের উদ্বোধন করনে। এরপর গোপীবল্লভপুরে ফানিয়ামা সেতু থেকে ফিতে কেটে ফলক উন্মোচন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।নতুন সেতুর কাজ শেষ হওয়ায় খুশি এলাকার বাসিন্দার।
এই নতুন সেতুটি তৈরি হয়ে যাওয়ার ফলে সাধারণ মানুষ এবার ঝুঁকি ছাড়াই যাতায়াত করতে পারবেন খড়িকা দিয়ে ওড়িশা যাওয়ার রাস্তা, খড়গপুর মেদিনীপুর রাস্তা অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা যাওয়ার রাস্তা।

আজকের এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এছাড়াও উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলাপরিষদের সভাধিপতি মাধবী বিশ্বাস, জেলা শাসক আয়েষা রানী, পুলিশ সুপার ইন্দিরা মুখোপাধ্যায়, বিধায়ক দুলাল মুর্মু, ছত্রধর মাহাতো, ঝাড়গ্রাম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান বিরবাহা সোরেন টুডু সহ প্রমুখ এবং জেলা পরিষদের বিভিন্ন কর্মাধ্যক্ষ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here