
আমাদের ভারত, বালুরঘাট, ৪ মার্চ: দিল্লির হিংসার ঘটনার নজর এড়াতে করোনা ভাইরাস নিয়ে চলছে প্রচার। বুনিয়াদপুরের সভা থেকে একাংশ সংবাদমাধ্যম ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন মমতা। একযোগে আক্রমণ করলেন সিপিএম, কংগ্রেস ও বিজেপিকেও। বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরের সভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, “দিল্লিতে যাঁদের মৃত্যু হয়েছে, তাঁদের কারোর করোনায় মৃত্যু হয়নি। কারোর ডেঙ্গিতেও মৃত্যু হয়নি। দিল্লির হিংসা থেকে নজর ঘোরাতেই করোনা-করোনা করা হচ্ছে” বলেও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা আরও বলেন, “দিল্লিতে মৃতদেহের পাহাড় পাওয়া যাচ্ছে। সংবাদমাধ্যমের কিছু লোকের কাছ থেকে শুনেছেন এখনও নিখোঁজ রয়েছে প্রায় ৭০০ জন মানুষ। অনেক মৃতদেহ আবার শনাক্ত করাও যাচ্ছে না” বলে অভিযোগ তুলেছেন তিনি। একই সাথে কেন্দ্রের কাছে জবাব তলব করে মুখ্যমন্ত্রী বলেন, দিল্লির হিংসায় যারা প্রাণ হারিয়েছেন, তারা হিন্দু না মুসলিম? দিল্লির মত ছোট জায়গায় যারা আইন-শৃঙ্খলা সামলাতে পারেন না, তাদের বাংলা নিয়ে মিথ্যে কথা বলা সাজে না।
যদিও এদিন বুনিয়াদপুরের সভামঞ্চ থেকে করোনা ভাইরাস নিয়ে রাজ্যের মানুষকে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। অযথা যাতে কেউ আতঙ্ক না ছড়ান তার বার্তাও দিয়েছেন তিনি। করোনা আতঙ্ক শুধুমাত্র বিজেপি সরকারের নজর ঘোরানোর চেষ্টা বলেও তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। এদিন বুনিয়াদপুরে কর্মীসভায় দিল্লির হিংসা নিয়ে আগাগোড়া আক্রমণাত্মক মেজাজে ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘ঘৃণার রাজনীতি করছে বিজেপি, বাংলার কথা বলতে লজ্জা করে না!’ এদিন সিপিএম, বিজেপি ও কংগ্রেসকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, জগাই, মাধাই, গদাইকে এড়িয়ে যাবেন প্রত্যেক মানুষ। প্রচুর মানুষের জমায়েতের কারণে এদিন বুনিয়াদপুর ফুটবল মাঠে সভার শুরুতেই কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। দেড়টার সময় দলনেত্রীর পৌছাবার কথা থাকলেও সাড়ে বারোটা নাগাদ হেলিকপ্টারে সভাস্থলে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী।