সমালোচিত লেটারহেড শুধরে বাংলাকে তিনে স্থান ধনকরের

তারক ভট্টাচার্য

আমাদের ভারত, ১৩ জানুয়ারি: পশ্চিমবঙ্গের রাজ্যপাল। অথচ তার লেটার হেডে বাংলাই ছিল না। এইজন্য ব্যাপক সমালোচিত হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। ভুল শোধরালেন। কিন্ত, এবার বাংলাকে স্থান দিলেন তিন নম্বরে- ইংরেজি এবং হিন্দির পর। আর এতেই শুরু হয়েছে নতুন বিতর্ক। বিভিন্ন মহলের দাবি, রাজ্যপালের লেটারহেডে বাংলার থাকার কথা ছিল সবার ওপরে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেটারহেডে বাংলাই রয়েছে সবার ওপরে। তৃণমূলের বক্তব্য, এই লেটারহেডই বুঝিয়ে দিচ্ছে কে আসল বাঙালি-দরদী। এর আগে, ডিসেম্বরের মাঝামাঝি রাজ্যপাল জাগদীপ ধনকর মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির লেটারহেডে নিজের পরিচয় লিখতে রাজ্যপাল দু’টি ভাষা ব্যবহার করেছিলেন। সেই দু’টি ভাষা হল হিন্দি এবং ইংরেজি।

তার মধ্যে হিন্দিই ছিল সবার ওপরে। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় রাজ্যপালের সমালোচনা করেছিলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সেই সমালোচনার জেরে রাজ্যপাল লেটারহেডে বাংলাকে যুক্ত করেছেন। কিন্তু, তিন নম্বরে স্থান দেওয়ায় ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here