
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৫ জানুয়ারি:
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেন, আমার কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাওয়া নিয়ে কোনও বিতর্ক নেই। আমি আনন্দিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে নোবেল জয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সম্বর্ধনা পাচ্ছেন। তিনি দেশকে গর্বিত করেছেন। রাজ্যকে বিশ্বের দরবারে পৌছে দিয়েছেন। তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে কোনও বিতর্ক হোক আমি তা চাইছি না। তারপরেই রাজ্যপাল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এনিয়ে আপনারাও আর বিতর্ক তৈরি করবেন না।
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে জগদীপ ধনকরের যাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্ররা তাকে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগে আটকায়। তারপর রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের গেটে ক্ষোভপ্রকাশ করেছিলেন। তিনি জানিয়েছিলেন, আমাকে প্রবেশ করতে না দিয়ে গণতন্ত্রকে হত্যা করা হল। তারপর রাজ্য রাজনীতিতে তা নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যাওয়া নিয়ে ফের হাওয়া গরম হচ্ছে রাজ্যে। তবে যাদবপুরের চিত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে দেখা যাবে কি না তা সময়ই বলবে।