নৈহাটি বিস্ফোরণ কান্ডে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যপাল জগদীপ ধনকর

নীল বনিক, আমাদের ভারত, ১০ জানুয়ারি: নৈহাটি বিস্ফোরন কান্ড নিয়ে এবার রাজ্যের প্রশাসনের সমালোচনায় রাজ্যপাল। শুক্রবার কলকাতায় জগদীপ ধনকর বলেন প্রাশনের অনুমতি ছাড়া কীভাবে বাজির কারখানাগুলি এতদিন চলছিল।

তাঁর প্রশ্ন, বিনা লাইসেন্সে কি কিছু চলতে পারে? এর জন্য কে দায়ী? বিনা লাইসেন্সে যে কারখানা চলছিল তার মালিকের বিরুদ্ধে প্রশাসন কি কোনও ব্যাবস্থা নিয়েছে। আর যদিই বা এতদিন চলছিল, তাহলে তার দায় কার? তারপরেই রাজ্যের প্রশাসনের কর্তাদের কাছে জগদীপ ধনকরের আর্জি সঠিক ব্যাবস্থা নিন। আর না হলে এমন ঘটনা আরও ঘটতে পারে বলে রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে জানান রাজ্যপাল। প্রসঙ্গত, নৈহাটি বিস্ফোরণ কান্ডের পর রাজ্যের সমালোচনায় সরব হয়েছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। দলের রাজ্য সভাপতি এই ঘটনায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন। শুক্রবার রাজ্যপাল নৈহাটি বিস্ফোরন কান্ডে রাজ্য প্রশাসনের সমালোচনা করেছেন। তবে রাজ্যপাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তের দাবি জানানি। তবে, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে সুকৌশলে রাজ্য সরকারকে কটাক্ষ করেছেন জগদীপ ধনকর। তিনি বলেন এই রাজ্যের শিক্ষা, সংস্কৃৃতিতে একটা ঐতিহ্য রয়েছে। আমি আশা করবো তা আমরা সবাই মিলে বজায় রাখবো। পাশাপাশি রাজ্যের শান্তি বজায় রাখতে সবাই মিলে চেষ্টা করা হবে বলে আশা প্রকাশ করেন জগদীপ ধনকর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *