মুখে না বললেও তৃণমূলের ধর্নামঞ্চে উপাচার্যদের যাওয়া বিরক্ত রাজ্যপাল

নীল বনিক, আমাদের ভারত, ১৫ জানুয়ারি: তৃণমূলের ধর্না মঞ্চে উপাচার্যদের যাওয়া নিয়ে বিরক্ত রাজ্যপাল। তবে অনান্য দিনের মতো মুখে তা প্রকাশ করলেন না রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর।

প্রসঙ্গত, সোমবার ধর্মতলায় তৃণমূল ছাত্র পরিষদের ধরনামঞ্চে গিয়েছিলেন রাজ্যের তিন উপাচার্য। সুবীরেশ ভটাচার্য, দেবকুমার পাঁজা ও দীপক কর। তারপরেই তা নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়। তবে সেই বিতর্কে এদিন মুখ না খুলে এড়িয়ে গেলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেন, যারা গিয়েছিল তারা বলতে পারবেন। এবিষয়ে আমার কিছু বলার নেই। তারপরেই নাম না করে উপাচার্যদের সংবিধান মেনে কাজ করার কথা জানালেন রাজ্যপাল। তিনি বলেন,গণতন্ত্রে আলোচনাই পথ। আলোচনা করে সবসমস্যার সমাধান হয়। চলতি সপ্তাহে রাজ্যপালের ডাকা বৈঠকে যোগদেননি রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যরা। তারপরে রাজ্যের রাজ্যপাল জানিয়েছিলেন “ওরা খাঁচা বন্দি”। উপাচার্যরা সবাই ভয়ে থাকেন। রাজ্যের উপাচার্যদের প্রতি কঠিন শব্দ ব্যাবহার করে তাদের সমালোচনা করেছিলেন।

মঙ্গলবার শহরে একটি স্বেচ্ছাসেবি সংস্থার অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে উপাচার্যদের নিয়ে কোনও মন্তব্যই করতে রাজি হলেন না। সাংবাদিকরা সবাই তাকে তৃণমূলের কর্মসূচিতে উপাচার্যদের যাওয়া নিয়ে প্রশ্ন করেছিল। উল্টে সাংবাদিকদের বলেন, ওঁনাদের বলুন কেন গিয়েছিলেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here