তৃণমূলের উপস্থিতি ছাড়াও রাজভবনে সর্বদলীয় বৈঠক সফল বলে দাবি জগদীপ ধনকরের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২১ জানুয়ারি:
তৃণমূলের উপস্থিতি ছাড়াও রাজভবনে সর্বদলীয় বৈঠক সফল হয়েছে বলে জানালেন রাজ্যপাল জগদীপ ধনকর। মঙ্গলবার রাজভবনে রাজ্যপাল এসসি ও এসটি বিল নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকেন। সেই বৈঠকে রাজ্যের শাসক দল উপস্থিত হয়নি। বৈঠকে যাননি বিজেপির বিধায়করাও। তবে বৈঠকে হাজির ছিলেন বিধানসভায় সিপিএমের পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। তবে সর্বদলীয় বৈঠক সফল হয়েছে বলে জানালেন জগদীপ ধনকর।

তবে রাজভবনের বৈঠক এড়ানো নিয়ে শাসক দলের বিরুদ্ধে কোনও কথা বলেননি তিনি। রাজ্যপাল শুধু বলেন, আমার কাজ আমি করেছি। আগামীদিনে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে এমন বৈঠক ফের করবো। তবে এসসি ও এসটি বিল নিয়ে সবজটিলতা আলোচনার মাধ্যমে কাটবে বলে জানান রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here