পুরভোট নিয়ে সর্বদলীয় বৈঠকের আগে, অবাধ ভোটের দাবিতে ট্যুইট রাজ্যপালের

নীল বনিক, আমাদের ভারত, ১৬ মার্চ: পুরভোট নিয়ে নির্বাচন কমিশনের সর্বদলীয় বৈঠকের আগেই সুষ্ঠু ভোটের আবেদন জানিয়ে টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। মঙ্গলবার ভোরে টুইটে রাজ্যপাল জগদীপ ধনকর সুষ্ঠু , অবাধ ও নিরপেক্ষ ভোট পরিচালনার আবেদন করছেন রাজ্য নির্বাচন কমিশনের কাছে।

টুইটে তিনি জানিয়েছেন, রাজ্য নির্বাচন কমিশনের সুষ্ঠু ভোট সম্পন্ন করা গণতান্ত্রিক দেশে জাতীয় দায়বদ্ধতা। যদি অবাধ ভোট না হয়, তাহলে ব্যর্থতার দায়ও নিতে হবে রাজ্য কমিশনকেই। অবাধ ভোটের আর্জি জানিয়ে দিন কয়েক আগেই একটি চিঠিও রাজ্যপালের তরফে পাঠানো হয় রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ কুমার দাসকে। চিঠিতে রাজ্যের আসন্ন পুরভোটকে সুষ্ঠুভাবে করার আর্জি জানানো হয়েছিল রাজ্যের তরফে।

প্রসঙ্গত, আজ বিকেল তিনটেয় পুরভোট নিয়ে সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছে কমিশন। তার কয়েকঘন্টা আগে রাজ্য পালের এমন ট্যুইট যথেষ্ট তাৎপর্যপূর্ন বলে মনে করছেন রাজনৈতিক মহল। সর্বদলীয় বৈঠকে বিরোধী দলগুলি রাজ্য নির্বাচন কমিশনারকে অবাধ ভোটের দাবিতে অবশ্যই চেপে ধরবে। তার আগে রাজ্যপালের ট্যুইট বিরোধীদের অবাধ ভোটের দাবিকে কিছুটা হলেও মানত্য দিচ্ছে বলে মনে করছে রাজ্য নৈতিক মহলের একাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *